রূপসী চাঁদের রাতে
শুভ্র বসন শুভ্র দাড়ি গোঁফের মধ্যে
খড়ম পরিহিত দেখলাম তাকে;
চোখ দুটো ছিল তীব্র উজ্জল
এক রাশ জিজ্ঞাসা ছিল চোখে।
তখনি একটা তীব্র তীক্ষ্ণ আওয়াজ হল
সাথে সাথে চার পুলিশের আবির্ভাব হল।
মুহূর্তের মধ্যে দেখলাম সে নাই
সে তো ছিল অশরীরী
তার কোনো অবয়ব নাই।
মনটা উথল পুথল করছিল
ভয়ে মনের ভেতর অন্ধকার ছেয়ে গেল;
দূরে পুলিশের আওয়াজ পাওয়া যাচ্ছিল
কিন্তু সেই শুভ্র বসন ভদ্রলোক কোথায় গেল।
মনের মধ্যে্ ভয় আর ত্রাস নিয়ে
বাড়ির দিকে চললাম;
কিন্তু ভয় আমাকে কষ্ট দিচ্ছিল
সারা রাত জেগে কাটালাম।
(বিঃদ্রঃ-সে ছিল বিপ্লবী মহানায়ক
রাসবিহারী বসু পরে জানলাম)