রূপসী রাত ছিল চাঁদের আলোয়
আকাশ ছিল আলোকিত তারায় তারায়
চাঁদনি হেসে উজ্জল হয়ে বাতাসে নাচায়;
কিন্তু তবুও কি যেন ছিল
বুঝতে পারলাম না।
জীবনটা উপভোগ করছিলাম
চাঁদের আলোয় স্নিগ্ধ হলাম
আনন্দের বানে ডুবে গেলাম
কিন্তু কি যেন একটা অনুভূতি ছিল
বুঝতে পারলাম না।
মলয় বাতাস ঝিরি ঝিরি ব ইছিল
মনে হলো কে যেন স্তোত্র পাঠ করছিল
সে গানে রহস্যময় কিছু অনুভূতি ছিল
জানি না কেন বুঝতে পারলাম না।
জঙ্গলে ঐ গাছের মাথায়
কে যেন ঘোরাফেরা করছিল;
সে ছিল সাদা পোশাক পরা
এক ভদ্রলোক
আমায় দেখে হাসল;
ভীত ত্রস্ত মন আমার
অন্য রাস্তা খু়ঁজছিল
কিছুই করে উঠতে পারলাম না।
খড়ম পরা শ্বেত বস্ত্র পরিহিত
ভদ্রলোক আমার দিকে আসছিল
ভয়ে আমার কা়ঁপুনি এসে গেল।