আকাশে মেঘ কেন ডাকল
বিদ্যুতপ্রভা কি যেন বলল;
উৎসবের তৈয়ারী হলো কি
মাদল গম্ভীর রবে বাজল কি?
দূর হতে সাঁই সাঁই
ঝোড়ো আওয়াজ করল;
মেঘের সাথে তেজ হাওয়ায়
গাছেরা মাথা ঝাঁকিয়ে নাচল।
বৃষ্টি এল ওরে বৃষ্টি এল
পৃথিবী জলে ভাসল;
কৃষকেরা জল পেয়ে
অনেক আনন্দ করল।
ভালো ফসল হবে
নবান্নর উৎসব হবে
ছেলেরা নতুন পোশাক পরবে
মেয়েরা ঘুরে ঘুরে নাচবে।
মেঘ বৃষ্টিকে থামতে বল
অতি বৃষ্টির কবল থেকে
উদ্ধার পেল।