শোন শোন রে ভাই
কি আজব কাণ্ড ;
শুনবি নাকি
বল না শুনছিস নাকি
সে এক আজবগজব কাণ্ড।
ভাবিস না কিছু
উল্টাপাল্টা হয়েছে
শেরখাঁ(শাজাহান)
ধরা পড়েছে।
সি.বি.আইয়ের হাতে
শের খাঁর দল হেরে গেছে।
বল তো কি মজা হল
দুর্বৃত্তরা হেরে গেল
সমরে
গ্রামীণরা বেজায় খুশী হল
টাক ডুমাডুম নাচতে লাগল
গেরাম।
দশ বছর তারা নিজের জমি
চাষ করেনি
দোকানে রেশন পায়নি
নারী ধর্ষণের প্রতিবাদ
করতে পারেনি।
ভূতেরা নৃত্য করেছে
নারীদের অপহরণ করেছে
যে প্রতিবাদ করেছে
তাকে হত্যা করেছে।
পুলিশ শাসকদল
তাদের কথা শোনেনি
রাজ্যের রাজা
তাদের দুঃখের আর্তনাদ
শুনতে চায়নি।
আজ ভুতুড়ে নৃত্য থেমেছে
শাসকদল পরাজিত হয়েছে
গ্রামের বাঘ শাজাহানকে
খাঁচায় পুরেছে।
গভীর আঁধারের পরে
সূর্যের উদয় হয়েছে
প্রভাতী সঙ্গীতে
সত্যের জয় গেয়েছে।