টুটল তার মোর মনের বীণার
সে ত আর বাজে না;
টুটেছিল যেদিন তোমার
গানে মধুর সুরে
সেদিন আর আসবে না।
সে তার নিজ হাতে ছিঁড়েছি আমি
কেন প্রতিবাদ করলে না;
এখন আফসোসে মরি দিবস রজনী
কিছুই বাকি থাকল না।
তোমার নীরবতা ছিল নিশ্চয়তা
কেন আগে বুঝিনি;
জীবনের ভুল জীবন বোঝে না
সে ত জানিনি।
ভালোবাসার খেলায় ডেকেছিলে
বুঝতে দাওনি এ ছিল ভুল;
হৃদয় ভাঙা কান্না জড়ানো
এ খেলায় জানিনা কি ছিল মূল।