বুকের ভেতর জ্বলছে আগুন
এ যেন দাবানল;
সুর্যের আলো ঢোকে না টানেলে
সকলি আঁধারময়।
ছয় দিক হতে ছটা ড্রিলিং চলে
সে জায়গা হলো অগ্নিময়;
পাথর ভেদ হলো না তবু
বিস্ময়ে জড়ালো বিশ্বময়।
ছিল সেখানে দেবতার মন্দির
সে দেবতা কি রুষ্ট হল;
টানেলের কাজ চলছিল ভালো
হঠাৎ দুর্ভেদ্য এক পাহাড় এল;
তাই ড্রিলিংএর কাজ রুদ্ধ হলো
বিদেশ থেকে কত মেসিন
এলো
কিছুই হলো না।
কালঘাম ছুটিয়ে হাতুড়ি মেরে
পাথরে ছেদ হলো না ।