মুক্ত হতে চাই
মুক্তি কোথাও নাই
সংসারে অনেক বাধা
ছাড়াতে পারি নাই;
ছাড়াতে গেলে ব্যথা লাগে
তোমার কাছে লজ্জা পাই।
আমি চাহি নাই কিছু তোমার কাছে
চাহিতে গেলে মরি লাজে,
তবু চাওয়া পাওয়া নিয়ে এই সংসার
এটুকু আমার মনে থাকে না যে।
জানি তুমি পৃথিবীর শ্রেষ্ঠতম
তোমা বিনা কিছু চাহিবার নাই মম,
তবু পৃথিবীতে যা কিছু আমি পেয়েছি
তারে ফেলে দিতে মন মোর নহে রাজী।
আমার এই ক্ষুদ্রতা তোমারে ঢেকে থাকে
তাই এ মন আমার ভালো নাহি লাগে
সব ফেলে দিয়ে তোমার প্রেরণায় চাই চলতে
তবু ভালোবাসি এই ক্ষুদ্রতাকে
কিছুই পারিনি ছাড়তে।
চাওয়ার ত কভু শেষ হয়‌ নাই
জমেছে অনেক ফাঁকি
অনেক ক্ষেত্রে হয়েছি বিফল
তারে ঢেকে রেখেছি।