আঁধারের পরে যখন
আকাশ জেগে উঠবে
নীল রঙ ছড়িয়ে দেবে;
আর পাখিরা বন্দনা গাইবে
সে বন্দনা কি তোমার কাছে পৌঁছবে?
বাতাস যখন মৃদু মন্দ বয়
তোমার বাণী বয়ে নিয়ে যায় ;
মানুষ মন্ত্রোচ্চারণে ব্যস্ত হয়ে যায়
তোমার কি তার কোনো মূল্য মনে হয়?
তুমি বোঝ কি মানুষের
দুঃখ জীবনের হাহাকার?
তোমার পূজায় দূর হবে কি
সব অন্যায় অনাচার?
তবুও মানুষ তোমায় পূজবে
তবুও তুমি নীরব রবে।
মানুষের চিতা যখন জ্বলবে
তার ধোঁয়া আকাশে উঠবে;
তার সাথে কি তার আত্মা
স্বর্গ পানে কি ধাইবে?
বল তুমি বল মানুষের জন্য
তুমি কি কিছু করবে?
তোমার শব্দহীন ভাষায়
আমাদেরকে কি কিছু বলবে?