সন্ধ্যায় গানের সভায়
গানে গানে যে সুরভি ছড়াল;
মায়ায় ভরা মোহিনী রাত
তার কুহক সৃষ্টি করল।
গানের দমকে মাতোয়ারা
তারা নৃত্য করল;
স্বর্গীয় পরিবেশে গানের মূর্ছনা
আকাশ মন্দ্রিত করল।
পায়েলের বেজে উঠল ঝঙ্কার
সাথে উঠল বেজে বাদ্য সমাহার ;
জীবন মুগ্ধ হয়ে দোদুল দোলায় দুলল
মনে হলো এইই সত্যি
বাকী সব অসার।
সে গানের নতুন সুরের নতুন সুরে
স্বপ্ন ঝরাল;
মন্ত্রমুগ্ধ শ্রোতারা মন হারাল
নতুন সুরের নতুন গানে
ট্রফি দিয়ে অভিনন্দন জানাল।