তৃষ্ণার্ত আমি
হতাশায় ভরা মন;
পেলাম না খুঁজে
পাইনা রে ভালোবাসার ধন।
সেদিন গানের বেলায়
দেখেছিলাম তোমায়
করিনি কোনো সম্বোধন;
তবু গানের সাথে
মনের ভুলে
বলতে চায় যে মন।
ভালো লাগার ভালোবাসার
অনন্ত তৃষ্ণার
হয় না সমাপন।
তাই তৃষ্ণার্ত আমি
ভালোবাসার অদৃশ্য সে জন।
হয়ত কভু দেখব তোমায়
আমার মনের মতন;
আনন্দিত হব আমি
পাব আনন্দ পাবার ধন।
।