জীবন আমার তোমার বাঁশির মতন
গাইতে বললে গেয়ে উঠি তখন,
হয় না তোমার ছন্দ পতন
ব্রহ্মাণ্ড গেয়ে চলেছে।
তোমার সুরে বাজাই আমি
সুখে দুখে দিবসযামি,
তৃপ্ত তুমি হও গো স্বামী
গানের সূক্ষ্ম সুরে।
অমৃত পরশে তব
বাজছে সুর নব নব
ভরে ওঠে বুক মম
পৃথিবীর কোনায় কোনায়
ছড়িয়ে পড়েছে।
তোমার লীলায় তোমার গানে
পৃথ্বী চলে তোমার টানে,
ভুলে যাই সুরের ঘোরে
এ সুর তুমি সীমাহীন করেছ।
তোমার বাঁশি বাজে চিরকাল
ধূর্জটীর মহা জটাজাল
সব তোমার সুরে বা়ঁধা আছে।