একদিন সেইদিন সবাইকে
চলে যেতে হবে,
তখন কি হবে কি রবে
কেউ তো জানেনা।
তাই সবে ভালোবাসুক
মনে রাখুক,
এটা কি তুমি চাও না?
খুশি হয়ে সবার ভালোবাসা
কি পাবে না?
তোমার রাজত্বে প্রজারা
যদি সুখে থাকে
তোমার গুণে মুগ্ধ হয়ে
তোমার জয়ধ্বনি করবে,
তখন তুমি চলে গেলেও
তোমার সুনাম ছড়িয়ে পড়বে।
দেশে তোমার খাদ্য সামগ্রীর অভাব
বিদেশ থেকে অস্ত্র কিনতে চাও,
এটা তো হাস্যকর, তুমিই বলে দাও।
বিদেশে তোমায় জোকার বলছে
তুমি বিদেশীদের অঙ্গুলি হেলনে চলছ।
বিদেশীদের তোমার কথনে বিশ্বাস নাই
তাদের নিয়ে যুদ্ধের  কথা বলেছ।
আপন বলে বলীয়ান হয়ে
বিশ্ব সভায় যাও,
বিশ্বের দরবারে সম্মান পাবে
বৈরী ভুলে যাও।