সে রাত ছিল গভীর নিদ্রাচ্ছন্ন
শব্দগুলোও ছিল নিশ্চুপ নিরবচ্ছিন্ন,
সেই গহীন গা ছম্ ছম্ করা রাতে
নার্সিং হোমের বেডে কে কাঁদে?
ভয়ে কেঁপে উঠল বুক
কে ঐ কন্যা উসকো খুসকো চুল শুকনো মুখ?
কৌতুহল উদ্দীপ্ত হল
সাহস সঞ্চয় হল,
কাছে গিয়ে প্রশ্ন করলাম,
"কে তুমি কন্যা কাঁদছ কেন?"
হঠাৎ তার চোখে বিদ্যুৎ প্রভা হেন
বিজুরী চমকাল যেন।
তারপর সে কন্যা অদৃশ্য হল
ঘর ভরা"তিলোত্তমা তিলোত্তমা" "
গুঞ্জন ছড়াল।
তাকিয়ে দেখি কেউ কোত্থাও নাই
তবু আঁধারের মধ্যে সেই কান্নার
আওয়াজ পাই।
জানি আমরা পণ করেছিলাম
"তিলোত্তমার খুনের প্রতিশোধ  চাই"
কিন্তু করতে পারিনি কিছূই
হেরে গিয়ে সত্যি আমরা পালিয়ে গেলাম।