সূর্যকে ভালোবাসি
ভালোবাসি ঐ সূর্যকে
অদ্ভুত তার তেজের জন্য ;
তার একাকিত্বের জন্য
তার গাম্ভীর্যর জন্য।
নীল আকাশ রাজত্ব তার
লক্ষ লক্ষ তার প্রজা
অযুত বলশালী সে যে
তার মাথায় তাজ।
সৃষ্টির সে যে রক্ষাকর্তা
বৃষ্টি দিয়ে প্রাণ বাঁচিয়ে
অন্নের সংস্থান করে
সে ত আমাদের সূর্য মহারাজ।
দিন রাত ও যে ধ‍্যান করে
চপলতা নেই তার
ভগবানের আদেশ শিরোধার্য
পালন করে মহাভার।