আমার জীবনে কোনো তরঙ্গ নেই
নেই কোনো ওঠা পড়া;
কি লক্ষ্য নিয়ে আমার বেঁচে থাকা
এ জীবন দুঃখ দিয়ে গড়া।
কি আমার প্রাপ্য ছিল
কেন তা পেলাম না;
কে আমার আপনজন কেড়ে নিল
দুঃখ এনে সঁপে দিল
এ দুঃখ আর সয় না।
জীবন এখন নীরব নিথর
নেই কোনো ঢেউয়ের ওঠা পড়া
যেন এক অটল পাথর
জলের নেই কোনো কিনারা।
তবু হাসি নিয়ে
আনন্দের ঝর্ণা নিয়ে
ভালো আছি আমি ;
দুঃখ ভেবে দুঃখের শোকে
ঝিমিয়ে পড়ব না।