যখন দেখবে তোমরা
আমি নাই
আনন্দময়ীর মঞ্চে খুঁজবে;
তখন আমার আলো
তারা হয়ে আকাশ থেকে জ্বলবে।
তোমরা তখন হয়ত
আনন্দসাগরে ভাসবে;
আমার জন্য দুফোটা
চোখের জল হয়ত ফেলবে।
আমি দেখব তোমাদের
আকাশ থেকে
বিস্মিত হয়ে চেয়ে রইব
তখনও আমি তোমাদের
কথা ভাবব
দুফোটা চোখের জল
হয়ত ফেলব।
একদিন আমিও তোমাদের
দুনিয়ায় ছিলাম
হাসিতে খুশীতে মেতে ছিলাম
সেই কথাটি ভাবব।
আজ আমি সঙ্গীহীন
একলা পথের যাত্রী
তাই তোমাদের চেয়ে দেখি
তোমাদের কলরব শুনব।