নিজের স্বার্থে দেশকে বলী দিও না
পরের শক্তি দেখে ঈর্ষান্বিত হয়ে
যুদ্ধ ডেকে এনো না।
জানি তুমি থাকবে রাজমহলে
আনন্দ সুখের মাঝখানে
দেশের লোক মরবে যুদ্ধ করে
দুঃখের সীমা থাকবে না।
নির্বাচনের পরে তুমি রাজা হলে
জানি দেশের কথা ভাববে
তোমার প্রয়োজনে যুদ্ধ লাগালে
নির্বাচন পিছিয়ে যাবে
বোধ হয় তাতে তোমার মাহাত্ম্য বাড়বে।
দেশের মানুষের কষ্টের সীমা থাকবে না
দ্রব্য মূল্য বাড়তে থাকবে
মানুষ খেতে পাবে না।