স্বপ্নের বাজারে স্বপনের
মায়া মিশিয়ে স্বপ্ন কিনলাম ;
যারা চলে গিয়েছিল
তারাও এসেছিল
তাই আনন্দ কিনলাম।
তখন আনন্দে উৎফুল্ল হয়ে
সকলের জন্য মায়া
পরিবেশন করলাম।
সকলে খুশী হয়ে
সঙ্গে থাকবে বলে
নতুন স্বপ্ন দেখলাম।
রাবণ রাজা স্বর্গের সিঁড়ি
বাঁধতে পারেনি
আমরা যেন বাঁধলাম।
স্বর্গ মর্ত এক হয়ে গেল
সেই সিঁড়ি দিয়ে
যাতায়াত করলাম।
ইন্দ্ররাজা বেজায় নারাজ
বলে "ও সিঁড়ি বাঁধা হবে না
স্বর্গ মর্ত এক হলে
চলবে না।"
দেবসেনারা তাই ও সিঁড়ি
ভাঙতে গেল
শাস্তির ভয়ে সবাই পালিয়ে গেল
কিন্তু স্বপ্নের বাজার
মিলিয়ে গেল না