নিশীথ রাত ছিল
আঁধার উজ্জল হল
চাঁদের মহিমায়;
শুধু আমার ঘুম আসেনি
অজানিত মায়ায়।
তারপর ঘুম এল
মধুর স্বপ্ন এল
মাধুরী ছড়ায়।
সে স্বপ্নের মধুরিমা
ভালো লাগার নাই সীমা
জীবন জুড়িয়ে যায়।
কে যেন এসেছিল
আমারে ভালো বেসেছিল
স্বপ্ন মায়ায়।
কে সে তো জানি না
সে গানের মধুর তান
যেন বুঝতে পারি না।
ছায়া ছায়া রাতে
স্বপ্নের আঙিনাতে
গান ভেসে এসেছিল
চন্দ্রিমার সাথে।
সে গান কোথায় গেল
আমার স্বপ্ন মধুর হল
গভীর ঘুমে আচ্ছন্ন করল আমায়।