আমি স্বপ্ন দেখি মুগ্ধ হয়ে
ভালো লাগে ভালো লাগে।
রাতের ঘুমে অন্ধকারে
স্বপ্নে কত কিছু পাই
তার ত তুলনা নাই।
ভাবি এগুলো সত্যি হলে
দুঃখ থাকবে না
স্বপ্নটাকে বাস্তব করার
মন্ত্র পাওয়া যায় না।
স্বপ্নে হই রাজামহারাজ
বাস্তবের ধার ধারি না ;
এ স্বপ্ন আনে অতীব হর্ষ
বাস্তব কুল পায় না।
সেদিন স্বপ্নে তোমার গানে
স্বর্গসুখ পেয়েছিলাম
অনেক দিন পরে তোমার গানে
আনন্দে মাতাল হলাম।
পাগলের মতো নেচে নেচে
খুশীতে দিশহারালাম।
তারপর দেখি তুমি আর আমি
এক রিকশায় ছিলাম
ট্রাক এসে রিক্সা চুরমার করল
আমরা পড়ে রইলাম।
হে স্বপ্ন তুমি আর আমার নিদ্রায় এসো না
রাজামহারাজ করে
দুঃখের বোঝা দিও না।