সেদিন স্বপ্ন দেখে নতুন জীবন পেয়েছি
যেন নিয়ম শৃঙ্খলা গুলো শিথিল হয়েছে
ঈগল চিলের খাদ্য হয়েছে
আমিও স্বাধীন পাখির মত উড়তে শিখেছি।
তখন নিয়মের বাঁধন থাকবে না
শৃঙ্খলার শৃঙ্খল বাঁধবে না।
যা ভালো লাগে করেছি
আনন্দ কাকে বলে জেনেছি
উৎসবের দিনগুলি ধরে রেখেছি।
সেদিনগুলো আর ফিরে পাব না
জীবনের ঘন্টাগুলো হারিয়ে যেতে দেব না।
দুটো যদি পাখনা পেতাম
পাখির মত উড়ে যেতাম
অন্তরীক্ষে উড়ে উড়ে
জীবন ভরিয়ে নিতাম।
প্রাণ খুলে ভালো বাসব
যে উড়তে চায় তাকে পাখনা দেব।
নিয়ম শৃঙ্খলায় বাঁধা থাকবে না
মিথ্যে সংশয়ে থাকব না
আনন্দ পেলে দুঃখ থাকবে না।
স্বপ্ন দেখেছি উথল পুথল রাতে
খুশি চাওয়ার রাতে;
সে স্বপ্নের আড়ালে উৎসবের
ছোঁয়া থাকে।