স্বপ্ন ভরানো রাত
তোমারে যে চায় ;
ছোঁব না কোনোদিন তোমায়
তবু প্রাণভরে চাই।
এ স্বপ্ন শুধু আমার মনের
ভুল বুঝ না।স্বপ্ন জীবন্ত ছিল তুমি ছিলে না।
ফুলদানিটা তেমনি ছিল
শোভা বাড়ায়;
সেখানে তাজা ফুল ছিল না
গন্ধ না ছড়ায়।
রাজকন্যার আসন ছিল
সে ত ছিল না ;!
সেথায় আমি ছিলাম
স্তাবকের মতো
স্তাবক ছিলাম না।
স্বপ্নময় সেই রাত
মাধুরী ছড়াল;
বাস্তব বিনা সেই রাত
জীবন ভরিয়ে দিল।