দূর ঐ গগন তলে
যেথা আকাশ আসে পৃথ্বীরে ভালোবেসে
সেই দূর দিগন্তে সুন্দরের দেশে
যাব আমি স্বপ্নের রথে।
সেদেশ সোনার ধাতুতে গড়া
তার সোনার মাটি অতি উর্বরা,
সুখের দেশে আছে পাহারা
দুঃখ প্রবেশ পায় না।
সে এক রূপকথারি দেশ
বসন্ত সেথায় হয় না কভু শেষ,
অদেখা অজানা সে দেশ
কালো রহস্যে ঢাকা,
তারারা সেথায় বাতি জ্বালায়
আঁধার থাকে না।
স্বর্ণ গোলাপে ভরে যায় পূজার ডালা,
জলে পদ্ম ভাসে আলো করা
নিদ্রা দেবীর রূপো কাঠি ঘুম পাড়া।
বাস্তবের দেবী রূঢ়তার সাথে বলে,
"এসব স্বপ্ন কথা";
ভেঙে গেল ঘুম বাস্তবের রূঢ় আঘাতে
দিগবলয়ে যাওয়া আমার হল না।