স্বাধীন হয়ছি আমরা স্বাধীনতা পেয়ে
পেয়েছি রাজনীতির স্বাধীনতা
লুটতরাজের হয়েছে স্বাধীন চিন্তা
আদর্শ পথের করি না চিন্তা।
অর্থনীতিতে স্বাধীন হবার
পথ আমরা পাইনি
দরিদ্র আরো দরিদ্র হয়েছি
ভুখা পেট শুয়ে থেকেছি
মধ্যযুগীয় বর্বরতার শিকার হয়েছি।
চাঁদের দেশে যাবার স্বপ্ন  দেখিনি
বিজ্ঞানীরা এগোতে পারেনি
এগিয়ে যাবার ভাবনা কিছু হয়নি।
রাজনৈতিক স্বাধীনতা আমরা পেয়েছি
অর্থনৈতিক স্বাধীনতার জন্য লড়তে হবে
পূর্ণ স্বাধীনতা হলে
মধ্যযুগীয় ভাবনা ছাড়তে হবে।
এগিয়ে চল দেশবাসী এগিয়ে চল
বিশ্ব এখন  কর্মে মগন
এগিয়ে চলার পথে করেছে সমর্পন
তীব্র গতিতে আগে চলেছে
আমার দেশবাসী ঘুমিয়ে আছে
লুটতরাজ আর অমানবিক কাজে লেগেছে।