আকাশ ছিল ঘুমিয়ে
চুমকি বসানো
কালো চাদর গায়ে ;
সূর্য উঠল চাদর ছেড়ে
সবাইকে জাগিয়ে দিতে।
রাত তো কাটে না
কারও ঘুম ভাঙে না;
তখন দুষ্টু সূর্য রঙের আলো
ছড়িয়ে দিল
সবাইকার ঘুম ভাঙিয়ে দিল।
পৃথিবী তখন হাসল
সূর্য ভালোবেসে বলল,
কেমন আছো
পৃথিবী লজ্জা পেলো।
একে অপরকে ভালোবাসল
মা আকাশ জানতে পেরে
ধমকাল,"তোমার তেজে
পৃথিবীর ক্ষতি হবে
কি করে এই বিয়ে হবে?"
শুনে পৃথিবী কাঁদল
সে জলে সমুদ্রের সৃষ্টি হল।
মা আকাশ প্রমাদ গুণল
তাই আকাশ ইথারের সৃষ্টি করল;
তারপর দিগবলয়ে গিয়ে বিয়ে দিল।
সবাই খুব আনন্দ করল
মেঘ মাদল বাজাল
বিদ্যুত সুন্দর নেচে
সভা মাতাল;
তারপর ওরা হাসতে হাসতে
আঁধারের চাদর গায়ে
বাসরে চলে গেল।