ফুলের বনের মিষ্টি গন্ধে
ভ্রমর ছুটে আসে ;
ফুল বলে কী জ্বালাতন
আসে কেন সর্বনেশে!
পৃথিবী বলে আসে
তোমায় ভালোবেসে
তোমার রূপ রস গন্ধের
আকর্ষণে।
ফুল বলে এই আকর্ষণ
ভালোবাসা এল কোথা হতে।
এ ত জগত ব্যপি
পৃথিবী বলল হেসে।
যখন কেউ ছিল না
অভাব ছিল জীবনের
সূর্য আকর্ষিত হলো
পৃথিবীর রূপের।
ও যে সবুজ পোশাক পরা শ্যামলী
দুরন্ত যৌবনময়ী আকর্ষণময়ী।
মদনদেবের তীরে সূর্য আহত হল
রঙিন সূর্য সে আকর্ষণে ভালোবাসল;
তাই অপূর্ব সেই আকর্ষণে
পৃথিবী সূর্যকে প্রদক্ষিণ করল;
তারপর ভালোবাসার ডোরিতে
চিরকাল নাচতে থাকল।
সেই আকর্ষণের ভালোবাসা
পৃথিবীময় ছড়িয়ে দিল।
তাই ভ্রমর ফুলের গন্ধে ধেয়ে এল
ভালোবাসার জটাজালে
সবাই বাঁধা পড়ল।