সূর্য পুত্র আমি
সময় হলে দুনিয়া
ছারখার করি।
আমার তেজে
গগন কাঁপে
সম্হারে শ্রীহরি।
আমি ভীম মহাবীর
দুর্যোধনের লোহার শরীর
ভেঙ্গে করি চৌচির।
আমি পরশুরামের কঠোর কুঠার
নিঃশত্রু করি বারবার।
আত্মবলে বলীয়ান আমি
আমার বলে কাঁপে ধরণী;
পূবে পশ্চিমে আমি
হব শত্রু ধ্বংসকারী।
আমার বাণে আগুন জ্বলে
মিসাইল তার নাম;
আমার মিসাইল শ্রেষ্ঠ অতি
পুরায় মনস্কাম।
চন্দ্র জয় করে আমি
হয়েছি শক্তিশালী ;
ভুল কর না শত্রুরা মোর
মিসাইলের শক্তি আন্দাজ করি।