ধস নামল
আঁধার ছেয়ে গেল ;
অন্ধকারময় সুড়ঙ্গ পথে
নিজের হাত পা দেখাও
মুস্কিল হয়ে উঠল।
সুড়ঙ্গে খনন কাজ করছিলাম
হতাশ হয়ে জীবনের
আশা ছেড়েছিলাম।
পৃথিবীর লোক আতঙ্কগ্রস্ত হল
দেশ বিদেশ থেকে মেসিন এল
প্রধান মন্ত্রী নিজে কাজ
দেখাশোনা করছিল
কিন্তু সবই অকৃতকার্য হল।
তখন র্যাট হোল মাইনিং শুরু হল।
এটা সম্পূর্ণ দেশীয় খনন পদ্ধতি
এই পদক্ষেপ বিদেশে ব্যবহৃত হয়নি।
বারো মিটারের পাথরের চাট্টান
আটত্রিশ ঘণ্টায় পূর্ণ হয়ে গেল
পাহাড়ের দেবীর কৃপায় যজ্ঞের ফল পেল।
আমরা অন্ধকার থেকে আলোয় এলাম;
প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালাম।
নতুন আলোয় পুরনো পৃথিবী দেখলাম
যেন এতো সুন্দর সবুজ
ধরণী এই প্রথম দেখলাম।