যে গান গাইতে চাই সে যে জীবনের গান
সে গান হবে আমার জীবনের শেষ গান,
যে গান আমার গাইতে আসা ধরণীতে
সে গান আমার এখনও হয়নি পাওয়া অবনীতে।
সে গানে সুর দেবার চেষ্টায় থেকেছি
প্রাণের ব্যাকুলতায় মগ্ন হয়ে গুরুকে ডেকেছি,
হয়নি সে গানে সুর দেওয়া
শুধু চেষ্টা করতে থেকেছি।
জীবনে সে গনের কলি আসবে জানি
গুরু আমার আসবে যখনি
সে সুর হয়ত মিলবে তখনি।
এখন শুধু তার পদধ্বনি শুনি
আশঙ্কায় বাঁচি আনি পূজার থালাখানি,
হয়নি এখনো জ্বালা মঙ্গল দীপখানি
শুধু আশায় আশায় থাকি সুর সন্ধানী।