ভুল সবই ভুল
শূন্য কখনও পূর্ণ হবে না
আমার শূন্যতা মিথ্যা হবে না ;
তবু পূর্ণতার খোঁজে যাব
সংশোধন কি হবে বল
যা হবে সে কি হবে ভুল?
ঈশ্বর তুমি যা কিছু দিয়েছ
যেটুকু শূন্যতা পূরণ করেছ;
তাই নিয়ে সুখে থেকেছি
চাওয়ার বেশি আমি পেয়েছি।
আমার এ শূন্য পৃথিবীতে
আকাশ আছে বাতাস আছে
পৃথিবীটাকে সৌন্দর্য দিয়ে
ভরিয়ে দিয়েছে
তবু শূন্যতা শূন্যই থাকে
অন্তরীক্ষ কখনও কি পূর্ণ হবে?
কিছুই হয়নি শেষ
শূন্য হতে জন্ম মোদের
শূন্যতেই হবে শেষ।