নীল আকাশের নিচে গগন তলে
ভালোবাসার বীজ‌ উপছে ওঠে,
সুন্দর ফুলের সুন্দরতায়
অভ্যর্থনার ছবি ফুটে ওঠে।
নদীর প্রবাহ কুলু কুলু শব্দে
অতি উৎসাহে ভালোবেসে
সাগরের প্রেমে মিশে যায়।
নদীর দু পাড়ের মাটি
ভালোবেসে উর্বরতা বাড়ায়।
সূর্যের ভালোবাসায় আলোকিত হয়ে
পৃথিবী নিজেকে সাজায়,
মোতির মত সে ভালোবাসা
তার কণ্ঠে শোভা পায়।
এই রকম জায়গায় মনের ফুল ফোটে
তাই মনের কথা বলা যায়,
প্রভাতে সূর্য নতুন খুশি নিয়ে আসে
সন্ধ্যায় রাঙ্গা হয়ে ডুবে যায়।