সুন্দর ওই বিরাট আকাশ
ঝলমলে তারায় খচিত,
বর্ণে বর্ণে রচিত আকাশ
স্বর্ণময়ী গ্ৰহে শোভিত।
সপ্তর্ষি তোমার অতি মনোহর
সাতটি তারায় আঁকা সে
সবার গুরু মহাগুরু
জীবন্ত হল মহাকাশে।
খড়্গের মত মনোহর তাই
বাঁকা বিদ্যুতের মত উজ্জ্বল
কষ্টে তাহার দেখা পাওয়া ভার
বিজ্ঞান শুধু সম্বল।
জানি না কোন গ্ৰহে জল থাকে
বাঁচার শ্বাস প্রশ্বাসের সাথে,
এই সুন্দর আকাশ সুন্দর বাতাস
আর কোথাও কি পাবে?
সুন্দর তোমার স্বর্ণ রথে খুঁজতে যাওয়া
নতুনের দেশে গিয়ে তোমায় পাওয়া।
শেষ জীবনের মহাবেদনার জিজ্ঞাসা মম
আকাশে বাতাসে ঝলসিছে,
তীব্র ভীষণ এই কামনা মম
অন্তরে মোর জ্বলিছে।