জীবন এক সুন্দর যাত্রা
রমণীয় উপভোগ‍্য;
স্বপনের মতো এ যাত্রা
অতি মনোহর অভাব‍্য।
এখনো চলতে হবে অনেক দূর
কাল কি হবে কেউ জানে না ;
হয়ত ঝঞ্ঝা আসবে বাদল ছেয়ে যাবে
তবু যাত্রা করতে হবে,হবে না অতি মধুর।
যাব অনেক দূর আকাশ ছাড়িয়ে
চাঁদ তারা পার হয়ে অন্য গ্রহে;
সেখানে অধিবাসীদের সনে হবে সখ্য
ভালোবাসা হবে অতি মধুর বরেণ্য
বিজ্ঞানীরা খুশী হয়ে বলবে ধন‍্য ধন‍্য;
ফিরে যখন আসব ধরায়
জ্ঞানের ভাণ্ডার করব পূর্ণ।