এসো বিদ্রোহের গান গাই
নিয়মের যাঁতাকলে
পিষে মরি পলে পলে
সুবিচারের আশায় থাকি
বিচার পাই নাই।
মানুষ যখন সবল হয়ে
দুর্বলেরে পায়ে দলে
অত্যাচারের মাত্রা বেড়ে যায়।
মিথ্যে আশায় ভর করি
আসে না তখন শ্রীহরি
আত্মরক্ষার কোন উপায় থাকে না।
সবলের কশাঘাতে
নিয়ম যখন ওদের হাতে ;
কানুনের ধ্বজা ধরি
জীবন কাঁপে থরহরি
শৃঙ্খলায় বাঁধা পরি
কোনো বিচার পাই না।
তাই এসো বিদ্রোহের গান গাই
সমব্যথী সবে মিলিত হবে
বাহুতে অযুত বল হবে
এক সুরে গাইব মোরা বিদ্রোহের গান।
মানুষে মানুষে মিলন হবে
অত্যাচারীর ভয় হবে
মানুষ তখন হবে মহান।