বিশ্ব যখন পাপে মগন
গগন ভরা অন্ধকার
এসো রুদ্র অগ্নি বীণা লয়ে
তোল মন্ত্রের ঝঙ্কার।
জ্বলছে আগুন দিকে দিকে
হবে পাপের সংস্কার;
হিংসা দ্বেষ যত দূরে যাবে
হবে পতিত উদ্ধার
ভাঙ্ ভাঙ্ ভাঙ পাপের রুদ্ধ দ্বার।
আলোর বন্যায় ব ইয়ে দাও
শিক্ষা জগত বদলে দাও
বিজ্ঞানের শিক্ষায় শিক্ষা দাও।
আমরা এগিয়ে যাবো
নতুন বিজ্ঞানের শিক্ষা পেয়ে;
আমরা এগোব মধ্যযুগীয় শিক্ষা
পিছনে ফেলে।
এবার আমরা ধর্মের জন্য লড়ব না
শিক্ষা মুক্তির আন্দোলন করব
সবাই যখন এগিয়ে গেল
আমরা কেন পিছিয়ে থাকব।