দিনান্তে সভাশেষে যখন আমায় গাইতে
ডাকলে
আমি শুনিনি সে ডাক বুঝি নাই কিছু
ছিলাম আনমনে।
সভা যখন ভঙ্গ হলো সবার কন্ঠ রুদ্ধ ;
তখন সে ডাক শুনতে পেলাম অবচেতনে।
জনহীন ঐ সভার শেষে
একলা দাঁড়িয়ে অবশেষে
সে গান আমি গাইলাম।
ছিল না তখন কোনো শ্রোতা
সম্পূর্ণ ছিল নীরবতা
আমার গানের সুরে সুরে
তোমায় ভাসালাম।
গর্বে আমার ভরল বুক
পর্ণ কুটির ভরল তোমার দানে।
তোমার সে দান মাথায় করে
ফেরি করি দ্বারে দ্বারে
ফেরাল সবে হেলাভরে;
আমার তো সয় না প্রাণে
তাই দিলাম আমি পূজার স্থানে।
আমার সে পূজা তোমার পায়ে
পদ্ম হয়ে ফুটল;
তোমার চরণে মাথা কুটে
শেষের গানটি গাইল।
আমার গানের সুরে সুরে
তোমার সুরটি আছে ভরে ;
জীবন শেষের বিদায়ক্ষণে
তোমারি গান গাইব।