চুপ চুপ গোপন কথাটি বলব না
সেই কথাটি বলতে গেলে
আস্ত আমি থাকব না।
আরে ভাই। সে এক ভীষণ ব্যাপার
শুনতে তুমি চেয়ো না ;
আচ্ছা জিদ করছ যখন
বলেই ফেলি তখন
আর কাউকে বোল না।
জানো ত দশ বছর আগে
শের খাঁ তার দলবল নিয়ে
প্রমিলা গ্রামে ঢুকেছিল
এসেই শাসকদলের সঙ্গে
সন্ধি করেছিল;।
তারপর গ্রামীণদের জমিগুলো
জবরদখল করেছে;
মাবোনদের ইজ্জত লুট করেছে।
কার হিম্মত ওকে কিছু বলবে
শাসকদলকে মাথায় রেখে
সব পাপের কাজ করেছে।
কাঁদছে নারী কাঁদছে পুরুষ
তারা ত অসহায় ;
পুলিশ প্রশাসন ঠুঁটোর দল
জনগণের জন্য নয়।
তাই বলছিলাম চুপ করে থাকো
জুজু এসে ধরবে
বিনা দোষে জেল হবে
মারপিট করবে।
আরে ভাই শের খাঁই
যে কিনা প্রমিলার
বাঘ হয়েছিল
দিল্লির চাপে বাধ্য হয়ে
তাকে খাঁচায় পোরা হল।
এই কথাটি গোপন রেখ
এই শাসকের রাজত্বে;
চুপ চুপ চুপ নির্বাচন আসছে
গোপনে ওরা কিছু করবে।