শান্তি আনো মাগো
শান্তি দাও;
যুদ্ধের শেষ হোক মাগো
অহিংসা দাও।
শান্ত হোক ধরাতল
নতুন ভাবনা দাও;
হিংসা দ্বেষ দূর করে
মানবিক মানসিকতা দাও।
এমনি করেই চলুক জীবন
অমৃতের সন্ধানে ;
দুঃখ শোক থাকবে না কভু
বিরাজ করবে আনন্দলোকে।
শুধু ছোট বড়ো ভাববে না।
দুর্বল দেশ অন্য দেশের সাহায্য পাবে
সবল হীনতা প্রকাশ করবে না।
তবেই থাকব মোরা স্বর্গসুখে
হীনমন্যতায় ভুগব না।