সেদিন সন্ধ্যায় আকাশ তখনও
অন্ধকারে ছেয়ে যায়নি ;
বাতাস উগ্র হয়ে বয়নি;
সুন্দর সুন্দর ফুল শোভা দিচ্ছিল
মলয় বাতাস ফুলের গন্ধ ছড়াল
তুমি এলে।
তুমি এলে সুরের বন্যায় ভাসিয়ে
নিঃশব্দ মন রাঙিয়ে দিয়ে
ভালো লাগল
ভালো লাগে।
ভালো লাগে যখন
সুরের মূর্ছনায় জগত ভাসে
গানের চেতনায় দুঃখ হাসে।
তবু তুমি চলে গেলে
আবার আসবে বলে গেলে।
জানিনা তুমি আসবে কিনা
সুরের ঝর্ণা ঝরবে কিনা ;
শুধু আশা করি
হয়ত আবার আসবে।