যখন সভাশেষের গানটি আমায়
বলবে তুমি গাইতে
ধন্য হব পুলকিত হব
তোমার আদেশে।
গর্বে আমার ভরে উঠবে বুক
গাব আমি হয়ে উৎসুক;
হয়তো এ গান আমার
শেষের গান হবে;
অচৈতন্য হয়ে থাকব পড়ে
তোমার আঙিনাতে
ভাবব বুঝি তুমি এলে কাছে
শঙ্খ চক্র নিয়ে হাতে।
আবার চৈতন্য হোক
এ আমি চাইব না
তোমায় কাছে পাবো যখন
মোক্ষ পেতে দেরি হবে ন।
জীবনে সন্ধ্যা নামার আগে
পেরোতে হবে বৈতরণী
নইলে সবই ব্যর্থ হবে
ভেবেছিলাম মনে মনে;
পথ খুঁজে শ্রান্ত হলাম
তখন তুমি আপনি এলে
আমায় পথ দেখালে।