একসাথে সবে চল
সোনার বাংলা হবে শ্মশান
কে বাঁচাবে বল।
মরণকে ডাকলে পরে মরতে হবে
বাঁচার রাস্তা পাবে না;
মরণ আসবে ভয়াল হয়ে
মুক্তি কেউ পাবে না।
তাই একসাথে সবে চল
বিভেদ ভাবনা দূর করে
একসাথে  সবে চল;
সত্যকে সত্য বলতে হবে
মিথ্যার ভয়ে সত্য বিকোবে না
দেশকে বলী দেবার স্বপ্ন সংকল্প যার
সে কখনো দেশভক্ত হবে ন।
এখন দৃঢ়তার সঙ্গে প্রশ্ন কর
"আমাদের দেশ তোমার যুদ্ধ নেশার
ভাগীদার কি না।
দেশের প্রধান তুমি শান্তির পথ দেখাও
দেশের সন্তান সন্ততি সকলের বড় হোক
এই বাক্য শেখাও।
মানুষ যখন খেতে পাবে না
ক্ষুধার জ্বালায় তড়পাবে
দেশমাতৃকার অভিশাপে
তোমার ভালো হবে ন।