সত্য আজ রুদ্ধ রয়েছে
মিথ্যার কারাগারে ;
সইব না বাঁধন
কর প্রাণপন
প্রজারা বলিছে হেঁকে।
এতদিন যারা রাজা হয়েছিল
শাসন করত প্রজার 'পরে;
তাদের অত্যাচার অসহনীয় ছিল
মুখ খুলত না মৃত্যুভয়ে।
সময় বদলে গেল
রুখে দাঁড়াল প্রজা
বিভিন্ন অত্যাচারের কথা
প্রকাশ করল;
প্রতিকারের কথা বলল যারা
তারা খুন হল।
তাই চুপ করেছিল প্রজা
মৃত্যু ভয় জন্মাল।
এবার তারা একতাবদ্ধ হয়ে
করল ঘোষণা
মিথ্যা অজুহাতে অত্যাচার
আর মোরা সইব না।
কালচক্র এবার সহায় হল
রুদ্র ভৈরব এল সাথে;
তাথৈ তাথৈ নাচছে নটরাজ
সত্যের ডঙ্কা বাজে।