না ছিল কোন সাথী
ছিল না কোনো বাতি
আাঁধারে চলেছি পথ
বাকি সব ছেড়ে গেছে চলে ;
জীবন ছিল রঙিন
হেসে খেলে কাটত দিন
জীবনটা ভাবতাম উৎসব
ছিল সাথীদের কলরব;
সেদিন আজ কোথায় গেল
স্মৃতির মন্দিরে বাঁধা পড়ল।
ছিল সবাই হৃদয়ের সিংহাসনে
কল্পতরুর কল্প বাগানে ;
পারিজাতের মালা গলে
রাজা কেন গেল চলে।
স্মৃতির খেয়ায় পাল তুলে
কত রাত ছিলাম ভুলে
যারা নাই তারা আসে
নতুন রহস্যের সন্ধান পাই;
আসে ওরা স্বপনের বেশে
কী খোঁজে অতীতের দিনে
ভুলে যাওয়া দিনগুলো
বারে বারে ফিরে আসে
তবু মন ত ভরে নাই।
বতর্মান আমার সুখকর
পুত্রী আমার করেছে মনোহর
কেউ নেই তবু সে আছে
সাথীর অভাব পূর্ণ হয়েছে।