ধর্মের নামে লোক ভুলিয়ে
করাবে নির্বাচন
সে যে স্বার্থ ভূষণ
করবে প্রোপাগান্ডায় ভজন,
হিংসা দ্বেষ আর ধর্মান্ধতা
এই তো তাদের মূলধন
তারা যে স্বার্থ ভূষণ।
জাতির জনক করল
পৃথিবীতে নাম রোশন
তারি হিংসাতে জ্বলে পুড়ে
করল তার মস্তক কর্তন।
ওরা দেশের লোকের কথা ভাবে না
করবে অস্ত্র দাহন,
লোক পায় না পেট ভরে খেতে
শুরু করেছে যুদ্ধের ভাষণ।