বসেছিলাম রাত্রিকালে
আকাশ পানে চেয়ে,
তারায় ঝলমলে আকাশ থেকে
সপ্তর্ষি মণ্ডল দেখছিল আমারে।
অবাক হয়ে তাকিয়ে ছিলাম
ছিলাম আনমনে।
রাত্রি গভীর নিঝুম নিশ্চুপ
কেউ ডাকে না আওয়াজ করে,
এমন সময় আকাশ ফাটানো
গম্ভীর গলায় কি যেন
প্রশ্ন ভেসে আসে ;
বুঝলাম না কিছু জানলাম না
জানিনা কেন আতঙ্ক হল
সপ্তর্ষি দ্বিতীয় বার প্রশ্ন করল
তারপর সব চুপ হয়ে গেল।
গভীর ভয়ে অনেক ভেবে
বললাম,"আমি যে ধরিত্রী পুত্র"
"কেন এসেছ আকাশ মণ্ডলে
কারণ কিছু বল।"
কিছু বললাম না
কারণ কিছু জানিনা
গম্ভীর কণ্ঠ বলল,"এসেছ
তুমি নিজ আত্মবলে
তোমার আত্মা তোমার হৃদয়ে।"
আমার আত্মা আমারে
করেছে অক্ষয়
ভগবানের অংশ আমি
আমিই মৃত্যুণ্জয়।