চিল পাখিটা উড়ছে উঁচুতে
যেন আকাশ ছোঁবার চেষ্টায়
যতই ওপরে ওঠে
আকাশ যেন আরও দূরে যায়।
মেঘ যেন সরাসরি আকাশটা
ভরিয়ে দিতে চায়
তার আগেই ঘনীভূত মেঘ
বৃষ্টি ঝরায়।
কেন এমন হয়,বলো কেন
এমন হয় ;
যাহা চায় তাহা পায় না
তবু আশা জেগে রয়।
জীবন পুরের পথিকের
পথ ত শেষ হয় না ;
তবুও চলতে হবে
পথ ত ফুরায় না।
নাই কোনো সীমা নাই
আকাশের সীমা নাই
মানুষের সন্তুষ্টির শেষ নাই ;
জীবনে পথেরও শেষ নাই।
এ কেমন সৃষ্টি ভগবানের
শেষ হয় না কিছুই কোনোকালের
তাই মানুষ অন্য দেশে হানা দেয়
অন্তরীক্ষে অভিযান করে
অন্য পৃথিবীর সন্ধান চায়।