একটা সুন্দর স্বপ্ন দেখছিলাম
একটা নতুন রাজা এল
তাকে ভালোবাসলাম।
ভেবেছিলাম নতুন রাজা
গরীবী থেকে মুক্তি দেবে;
যে কোনো জায়গায়
কার্ড দেখালেই রেশন পাবে
গরীবমানুষেরা লক্সীর ভাণ্ডারে
মাসিক সাহায্য পাবে।
বৃদ্ধরা চিকিৎসা পাবে
যারায়াতের ভাড়া কমে যাবে।
স্বপ্নের শেষ হল
সব ভুল হয়ে গেল।
খাদ্যদ্রব্যের দাম হল ঊর্ধমুখী
আধপেটা খেয়ে কেউ নয় সুখী
শান্তির দেশে অশান্তি বেড়েছে
ধর্মের নামে খুনোখুনি হচ্ছে।
রাজার এসব দিকে নজর নাই
খাদ্য কিনবার টাকা নাই
অস্ত্র কিনবার টাকা চাই।
বিজ্ঞান শিক্ষায় ছাত্ররাপারদর্শী হয় না
বিশ্ব সভায় শির উঁচু দাঁড়াবে না।
কর্ম কর সব অভাব পূর্ণ করো
শান্তির দেশে শান্তি আনো।