আমি পথ হারিয়েছি
পথের মাঝে
তাই বেপথগামী হয়েছি ;
না জানি এ পথ কোথায় যাবে
তবু সঙ্গী সাথী পেয়েছি।
হাজার কণ্ঠে বলছি মোরা
"শান্তি চাই "
শাসকের পেয়াদা বলছে তখন
"শান্তি নাই
বেপথগামী হয়ো না ভাই"।
বৃষ্টি পড়ছে ছমছম করে
তারই মধ্যে আওয়াজ উঠেছে
"শান্তি চাই ";
ভিজে ভিজে সারা হলো সবে
তবু জোর কণ্ঠে বলছি মোরা
"শান্তি চাই নইলে গদি নাই "।
এমনি করেই মিছিল করে
চার সপ্তাহ কেটে গেল
তায় না পেল শান্তি
না গেল গদি
জীবনে ধস নেমে এল।