ভালোবাসার পৃথিবীটাকে
ভালোবাসা ফিরিয়ে দাও;
সূর্য উঠুক ভালোবাসার রঙ ছড়িয়ে
সে রঙে সবাইকে ভরিয়ে দাও।
পাখিরা জাগুক কণ্ঠ মিলিয়ে
সে গান শান্তির ভাষা জানে;
নতুন প্রভাতের নতুন গান
ঈশ্বরের পায়ে পৌঁছে যাক;
শান্তির ভাষা সবাই বলুক
মনের ময়লা দূরে যাক।
ওগো দয়াময় তুমি থাক সাথে
হিংসা দ্বেষ করি দূর
ভাই ভাই মিলে গাইবে তারা
মহামিলনের সুর।