শান্তি চাই ওগো অশান্তির পথে যেও না
ঘরে বাইরে অশান্তি নিয়ে
দেশের অগ্রগতি হবে ন।
মধ্যযুগীয় বর্বরতার আজকের
যুগে ঠাঁই নাই
ভুল পথে গিয়ে দেশের দশের
সর্বনাশ কোরো না ভাই।
বিশ্ব যাবে অগ্রগতির পথে
তোমরা রবে পিছনে পড়ে
আনন্দের সংসারে তোমাদের
আগুন লেগে যাবে।
দ্রব্য মূল্য বেড়ে যাবে
খাদ্য দুষ্প্রাপ্য হবে;
কিছু ব্যবসায়ী খুশি হবে
দেশবাসী অনাহারে মরবে।
তোমরা কোনোদিন বিজ্ঞানের
কথা ভাববে না
অন্য দেশ থেকে ঋণ নিয়ে
বেশি দিন চলবে না।
বিজ্ঞানের যুগে এগিয়ে
যাবার পণ কর
চাঁদ সূর্য হাতের মুঠোয় কর।